বাধ্য হয়ে পুলিশ এবং প্রতিবাদকারীদের মধ্যে প্রচন্ড ভাবে আক্রমণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে পুলিশকে গুলি চালাতে হয়। পুলিশের গুলিতে সাদ্দাম হোসেন ও শেখ ফরিদ নামের দুই যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপরদিকে ৭ জন পুলিশ কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার পর সমগ্র আসামে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ভূমিহীনদের পুনর্বাসন ব্যবস্থা না করে সরাসরি উচ্ছেদ অভিযান চালিয়ে অমানবিক কাজ করেছে বলে অভিযোগ উঠেছে চারিদিকে। এখনো পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে । আসাম পুলিশের মহানির্দেশক এর নির্দেশে ঘটনাস্থলে প্রচুর পুলিশ এবং সি আর পি এফ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশের বিভিন্ন উচ্চপদস্থ অধিকারীরা ও।
Auto Amazon Links: No products found.