বৃষ্টিমুখর বিকেলে নির্বাচনী জনসভায় অংশ গ্রহণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। চক্রবেড়িয়ায় এদিনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। মমতা বন্দোপাধ্যায় বলেন ভবানীপুর একটা ছোটখাটো ভারত বর্ষ। এখানে সব ধর্মের সব সম্প্রদায়ের মানুষের বাস। ভবানীপুরকে দেখে ভারতবর্ষকে চেনা যায়। এখানে রয়েছে সম্প্রীতির বন্ধন। ভবানীপুর বাসির উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি ছ’বার লোকসভায় নির্বাচিত হয়েছেন। এই ভবানীপুরের মানুষ তাকে সমর্থন করেছেন। বিধানসভা ভোটে ও তাকে জিতিয়েছেন এখানকার মানুষ। নন্দীগ্রামে ষড়যন্ত্র করে হারানো হয়েছে বলে এদিন আবারো বিজেপির বিরুদ্ধে সোচ্চার হন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন গত বিধানসভা ভোটে তৃণমূল কে পরাস্ত করতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে ছিল বিজেপি। সব এজেন্সিকে কাজে লাগিয়েছিল। দিল্লি থেকে প্রতিদিন নেতারা উড়ে এসেছিল। নন্দীগ্রামে তাকে আঘাত করা হয়েছিল। হুইল চেয়ারে করে নির্বাচনী ময়দানে নামতে হয়েছিল। এর জবাব বাংলার জনগণ দিয়েছে। ভবানীপুরের উপ নির্বাচন আগামী 30 তারিখ। যতই প্রাকৃতিক দুর্যোগ হোক বৃষ্টি হোক তুফান হোক প্রত্যেকে তার মূল্যবান ভোট দেওয়ার আবেদন রাখেন মমতা। তৃণমূল সুপ্রিমো বলেন, একটা ভোট দিন পাঁচ বছর নিশ্চিত থাকুন।
Auto Amazon Links: No products found.