বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ মহালয়াতে তৃণমূলে যোগ দিচ্ছেন সংস্কারপ্ন্হী বিধায়কদের মধ্যে ত্রিপুরা সুরমার বিধায়ক আশীষ দাস।মঙ্গলবার মাথা মুড়িয়ে বিধায়ক আশীষ দাস তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার আগে প্রায়শ্চিত্ত করলেন। গত শনিবার দিন বিধায়ক আশীষ দাস তৃণমূল নেতাদের সাথে দেখা করার পর তার “তৃণমূলে প্রীতির” বিষয়টি স্পষ্ট হয়ে যায়।মঙ্গলবার কোলকাতা অব্স্থানকালেই আশীষ দাসের মুখ থেকে যে জিনিষটা বেড়িয়ে এলো তাতে একটা জিনিষ স্পষ্ট হয়ে গেছে আগামীদিন তিনি ঘাসফুলের শিবিরেই যোগ দিতে চলছেন।
Auto Amazon Links: No products found.