মেজাজ হারালেন বিজেপির বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী


সোমবার,১৮/১০/২০২১
1226

দলের গোষ্ঠী কোন্দল নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারালেন বিজেপির বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রশ্ন করতেই মিডিয়াকে চটি চাটা বলে সম্বোধন করলেন তিনি। এদিন শান্তিপুর বিধানসভার উপনির্বাচনের দলের সাংগঠনিক কর্মী সভায় যোগ দেন তিনি। উল্লেখ্য,আগামী 30 অক্টোবর শান্তিপুর বিধানসভা উপনির্বাচন আর এই উপ নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপুর বিধানসভায় ইতিমধ্যে চতুর্মুখী লড়াই হতে চলেছে। গত বিধানসভার ভোটে শান্তিপুর বিধানসভায় জয়যুক্ত হয়েছিল বিজেপি, বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের বিধায়ক পদ থেকে পদত্যাগ করার পরেই শান্তিপুর বিধানসভায় আবারও উপনির্বাচন হতে চলেছে, কিন্তু দ্বিতীয়বারের লড়াইয়ে জায়গা ছাড়তে নারাজ বিজেপি। রবিবার বিজেপি কর্মীদের মনোবল বাড়াতে এবং কর্মীদের মনোবল চাঙ্গা করতে উপ নির্বাচনের আগেই শান্তিপুরের একটি বেসরকারি লজে এক কর্মীসভার আয়োজন করল বিজেপি। সেখানেই উপস্থিত হলেন রাজ্যের বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
https://dai.ly/x84x9r9

এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার সহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব। বিজেপির এই কর্মী বৈঠকের শেষে রাজ্যে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বিজেপি একটি সর্বভারতীয় দল। শান্তিপুর বিধানসভার মানুষ উপনির্বাচনে বিজেপি কে ভোট দিয়ে আরো একবার জয়যুক্ত করবে। আমি আশাবাদী সবথেকে বেশি ভোটে লিড দেবে বিজেপি, আর শান্তিপুর বাসীকে একটা কথাই বলবো শান্তিপুর একটি পূণ্যভূমি। তাই সকল শান্তিপুর বাঁশির উদ্দেশ্যে রাধে রাধে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট