সকাল থেকেই জলপাইগুড়িতে চলছে অবিরাম বৃষ্টি। ফলে তাপমাত্রা সামান্য কমেছে। বৃষ্টির ফলে লক্ষীপুজোর বাজারে ব্যবসায়ীদের কিছুটা ক্ষতি হলেও দীর্ঘদিন পর বৃষ্টি হওয়ায় মানুষজন খুশী। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, শিলিগুড়ি উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। প্রবল বৃষ্টির ফলে লক্ষীপুজোর দিনে বাজার ফাঁকা। গৃহবন্দী মানুষজন।