covid নিয়ে আমাদের থাকতে হবে : ববি হাকিম


বুধবার,২৭/১০/২০২১
592

কলকাতা পুরসভার কভিড, মালারিয়া ও ডেঙ্গি নিয়ে বৈঠক। ১৫০ থেকে ২০০ কখনো ২৫০ চলে যাচ্ছে। বেশির ভাগ উপসর্ঘ হীন রয়েছে। এই covid নিয়ে আমাদের থাকতে হবে। তাই আমাদের সাবধান থাকতে হবে। তবে ভয়ের কারণ নেই। পুলিশ কে বলা হয়েছে হকারদের মাস্ক না পড়লে তুলে দেওয়া হবে। মাস্ক না থাকলে বিক্রি করতে দেওয়া হবে না। বাজারে সবাই কে মাস্ক পড়ে থাকতে হবে। বাজার গুলো কে বলা হয়েছে মাস্ক নিয়ে সচেতন করতে হবে। বাইপাসে malaria বেশি হচ্ছে। ২০ হাজার মশারী পুলিশ কে দিয়ে বিতরণ করা হবে। ডেঙ্গি ও malaria নিয়ে প্রচার চলবে। ডেঙ্গি প্রায় হচ্ছে না। কিছু জায়গা জল জমার কারণে malaria ডেঙ্গি হচ্ছে। খিদিরপুর দিয়ে শুরু হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে সেকেন্ডারি হেলথ সেন্টার করা হবে। যাতে এই সেন্টার পরীক্ষা হবে। মোট ৫ টা এলাকায় হেলথ সেন্টারে হবে। এই সেন্টার প্রায় ১০০ বেড থাকবে। পুরসভা সহ সব বাজারের সমিতি দের ডেকে এই নির্দেশ দেওয়া হবে। কলকাতায় কোনো containment zone করা হবে না। তবে মাইক্রো কন্টাইন্মেন্ত জোন করা হবে। বড় হাসপাতালে চাপ কমবে সেকেন্ডারি চিকিৎসা কেন্দ্র হলে। এই বছরে করার চেষ্টা হচ্ছে। যদি না হলে ফেব্রুয়ারি বা মার্চে শুরু হবে এই সেকেন্ডারি হেলথ সেন্টার। বিশেষ করে আবাসন উপরে নজর রাখা হচ্ছে। প্রত্যেক টা বাজারে নো মাস্ক নো এন্ট্রি করা হবে। বললেন ফিরহাদ হাকিম। চেতলার অগ্নিকাণ্ডের ঘটনায় শিশু কন্যার মৃত্যুতে দুঃখ প্রকাশ করলেন ফিরহাদ হাকিম। খুবই মর্মান্তিক ঘটনা বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন তিনি নিজেই হসপিটালে নিয়ে গিয়েছিলেন। তবে ঘটনার পিছনে কারণ নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট