গড়িয়ার বিবেক বিশ্বাস। মাটি নিয়ে ছোটবেলা থেকেই খেলতে খেলতে বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করতো। বর্তমানে নিজের হাতে মা কালীর অপরূপ মূর্তি নির্মাণ করে নিজের বাড়িতে ভক্তি ভরে পুজো করে চলেছে বিগত কয়েক বছর ধরে। প্রথমে শখ থেকেই মাটি দিয়ে ছোট ছোট মূর্তি তৈরি করতো, পরবর্তীতে ধীরে ধীরে নিজের হাতে কাঠামো তৈরি করে প্রতিমা নির্মাণ করে । সরস্বতী, লক্ষ্মী মা কালী রুপ ও আপন খেয়ালে নির্মাণ করে ।ভক্তিভরে নিষ্ঠার সাথে পুজোর আয়োজন করে। প্রথাগত কোনো জায়গা থেকে মূর্তি নির্মাণের কাজ ও শেখেনি। খানিকটা শখ থেকে আর ভালোবেসে ও কুমারটুলিতে চলে যায় সেখানে বসে মৃৎশিল্পীদের প্রতিমা নির্মাণের কাজ মন দিয়ে দেখে, সেই ভাবনা থেকেই ও বাড়িতে এসে নিজে হাতে প্রতিমা নির্মাণ করতে থাকে । বিবেকের মা সব সময় এই কাজে ছেলেকে উৎসাহ দিয়ে চলে। বিবেক কলেজে দ্বিতীয় বর্ষের বাণিজ্য বিভাগ নিয়ে পড়াশোনা করছে ।
Auto Amazon Links: No products found.