রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ নবম ও দশম শ্রেণীর ক্লাসের জন্য সময়সূচী ঘোষণা


শনিবার,০৬/১১/২০২১
977

রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ নবম ও দশম শ্রেণীর ক্লাসের জন্য সময়সূচী ঘোষণা করেছে। ওই সময়সূচী মেনেই আগামী ১৬ই নভেম্বর থেকে ক্লাস শুরু হবে বলে পর্ষদ সভাপতি কল্যাণময় গাঙ্গুলী জানিয়েছেন। নবম ও দশম শ্রেণীর ক্লাস শুরু হবে বেলা ১০টায়। চলবে সাড়ে ৩টে পর্যন্ত। পড়ুয়াদের সকাল সাড়ে ৯টার মধ্যে স্কুলে ঢুকতে বলা হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস চলবে সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত। সকাল সাড়ে ১০টার মধ্যে তাদের স্কুলে আসতে হবে। সোম থেকে শনিবার, প্রতিটি শ্রেণীকে দুটি বা তার বেশি কক্ষে ভাগ করে ক্লাস নিতে বলা হয়েছে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ মনে করলে থিওরি ক্লাসের পাশাপাশি ওই দিন থেকে প্র্যাকটিক্যাল ক্লাস নিতে পারবে।

স্কুলের পরিকাঠামো অনুযায়ী প্রত্যেকটি ক্লাসকে যথাসম্ভব আলাদা ঘরে ভাগ করে নিতে বলা হয়েছে। সমস্ত শিক্ষক,শিক্ষাকর্মী ও পড়ুয়াদের কোভিড বিধি নিষেধ অক্ষরে অক্ষরে পালন করতে বলেছে মধ্য শিক্ষা পর্ষদ। শিক্ষকদের বলা হয়েছে পড়ুয়াদের এব্যাপারে সচেতন করতে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট