কেন্দ্র অশোধিত পাম, সয়াবিন ও সূর্যমুখী তেলের ওপর মূল শুল্কের হার আড়াই শতাংশ থেকে কমিয়ে শূন্য শতাংশ করেছে। গত এক বছর ধরে ভোজ্য তেল-এর দাম ক্রমাগত বাড়তে থাকায় সরকারের এই পদক্ষেপ। এই সব তেলের ওপর কৃষি সেস ২০ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৭ শতাংশ করা হয়েছে। এরফলে অশোধিত পাম তেলের ওপর এখন মোট শুল্ক হবে সাড়ে ৭ শতাংশ এবং অশোধিত সয়াবিন ও সূর্যমুখী তেলের ওপর শুল্কের হার হবে মাত্র ৫ শতাংশ। আরবিডি পামোলিন তেল, রিফাইন্ড সয়াবিন ও সানফ্লাওয়ার তেলের ওপর মূল শুল্কও সাড়ে ৩২ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ১৭ শতাংশ করা হয়েছে।
শুল্কহ্রাসের আগে সবধরনের সংশোধিত ভোজ্যতেলের ওপর কৃষি পরিকাঠামো সেসের হার ছিল ২০ শতাংশ। শুল্ক হ্রাসের পর অশোধিত পাম তেলের ওপর কার্যকর শুল্কহার হবে এখন সোয়া ৮ শতাংশ এবং অশোধিত সয়াবিন ও সানফ্লাওয়ার তেলের ওপর কার্যকর শুল্ক হার হবে সাড়ে ৫ শতাংশ। ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকার পাম, সানফ্লাওয়ার ও সয়াবিন তেলের ওপর আমদানি শুল্কেরও সংস্কার করেছে। NCDex-এ সর্ষের তেলের আগাম লেনদেন বন্ধ রাখা হয়েছে এবং সমুদ্রের ঊর্ধ্বসীমাও জারি করা হয়েছে।

Auto Amazon Links: No products found.