বাসের ভাড়া না বাড়িয়ে বিকল্প উপায়ে মালিকদের আয় বৃদ্ধির বিষয় ভাবনা


রবিবার,০৭/১১/২০২১
792

রাজ্য সরকার বেসরকারি বাসের ভাড়া না বাড়িয়ে বিকল্প উপায়ে মালিকদের আয় বৃদ্ধির বিষয় ভাবনা চিন্তা করছে। পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম আজ কসবা পরিবহন ভবনে বেসরকারি বাস মালিক সংগঠন ওয়েস্ট বেঙ্গল বাস-মিনিবাস অনার্স এ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করেন। পরে পরিবহন মন্ত্রী বলেন পেট্রোল-ডিজেলের দাম বাড়লে তার সঙ্গে পাল্লা দিয়ে সাধারণের উপরে বোঝা চাপিয়ে বাস ভাড়া বাড়ানো হবে,এটা সমাধান সূত্র হতে পারে না। সেই কারণে ডিজেল চালিত বাসগুলোকে ধাপে ধাপে সিএনজি অথবা ব্যাটারিচালিত বাসে পরিবর্তন করার কথা ভাবা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। এই জন্য পুনে থেকে বিশেষজ্ঞ আনা হচ্ছে বলেও তিনি জানান। পাশাপাশি কয়েকটি সিএনজি সরবরাহকারী সংস্থার সঙ্গেও রাজ্য সরকারের কথা হচ্ছে। অন্যদিকে সংগঠনের সম্পাদক প্রদীপ নারায়ণ বসু বৈঠকে দ্রুত বাস ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট