পাঁচ রাজ্যের ভোট মিটলেই ফের জ্বালানির দাম বাড়াবে কেন্দ্র: ফিরহাদ হাকিম


রবিবার,০৭/১১/২০২১
924

জ্বালানির কিছুটা দাম কমানো আসলে বিজেপির ভোট রাজনীতি। উত্তর প্রদেশ সহ পাঁচ রাজ্যের ভোট মিটে গেলে ফের দাম বাড়িয়ে বাড়িয়ে দেবে মোদী সরকার। মন্তব্য করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। বছর ঘুরলেই উত্তর প্রদেশ সহ পাঁচ রাজ্যে নির্বাচন। তার আগে বেশ কয়েকটি রাজ্যের উপনির্বাচনে বড় ধাক্কা খেয়েছে বিজেপি। জেতা আসনও হাতছাড়া হয়েছে তাদের। আর তারপরেই জ্বালানির দাম কিছুটা কমিয়েছে কেন্দ্রের মোদি সরকার। তৃণমূল কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা তথা রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, এই দাম কমানো আসলে ভোটের দিকে তাকিয়েই। এটা স্থায়ী দাম কমানো নয়। ভোট মিটে গেলে ফের দাম বাড়িয়ে দেবে বিজেপি সরকার। দক্ষিণ কলকাতার চেতনায় একটি বৌদ্ধ বিহারের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী। এই অনুষ্ঠানে তিনি বলেন বিশ্বজুড়ে হিংসা হানাহানির ঘটনা বাড়ছে। বুদ্ধদেবের অহিংসার পথই পারে শান্তি এনে দিতে, সমৃদ্ধি এনে দিতে। সেই অহিংসার পথেই আমাদের হাঁটতে হবে।

বিজ্ঞাপন
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট