নিম্নচাপ কাটলেই জাঁকিয়ে ঠান্ডা


শনিবার,১৩/১১/২০২১
749

অসময়ে নিম্নচাপের জেরে আকাশের মুখ ভার। আগামী 48 ঘন্টা চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আর এই নিম্নচাপ কেটে গেলেই জাঁকিয়ে ঠান্ডা পড়বে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। অসময়ে নিম্নচাপের জেরে থমকে গেল শীত। আকাশের মুখ ভার। হালকা থেকে মাঝারি বৃষ্টি। আগামী ৪৮ ঘন্টায় কলকাতা সহ দঃ বঙ্গের একাধিক জেলায় এইভাবে চলবে মেঘ-বৃষ্টির খেলা। অসময়ে এই নিম্নচাপের গেরোয় শীতের আমেজ থেকেও বঞ্চিত মানুষ। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, এই মুহুর্তে নিম্নচাপ অক্ষরেখা তামিলনাড়ু থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। ওড়িশা এবং অন্ধপ্রদেশের ওপরে তার অবস্থান রয়েছে। এর ফলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে দক্ষিণবঙ্গে। এর প্রভাবে বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত।
তবে কনকনে শীত যে আর বেশি দূরে নয় তার ইঙ্গিত মিলেছে হাওয়া অফিসের পূর্বাভাসে। নিম্নচাপ কেটে গেলেই জাঁকিয়ে ঠান্ডা পড়বে বঙ্গে। সোমবার বিকেলের পর থেকেই তাপমাত্রার পারদ নামতে শুরু করবে। দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় তাপমাত্রা 10 ডিগ্রি তে নামতে পারে এমন ইঙ্গিতও পাওয়া যাচ্ছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট