প্রধানমন্ত্রীর সঙ্গে নয়াদিল্লিতে বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক বিষয় নিয়ে কথা হয় দুজনের মধ্যে। বিশ্ব বাংলা শিল্প বানিজ্য সম্মেলনের উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানান বাংলার মুখ্যমন্ত্রী। সেই আমন্ত্রণ প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে বাংলার মুখ্যমন্ত্রী বলেন রাজনীতি রাজনীতির জায়গায়। কেন্দ্র রাজ্য সুসম্পর্ক বজায় রেখেই উন্নয়নের কাজ এগিয়ে চলবে। রাজ্যের একাধিক বকেয়া টাকা দ্রুত রাজ্যকে যাতে দেওয়া হয় সেবিষয়ে কথা হয়ে বলে জানান মমতা। তিনি বলেন যেভাবে রাজ্যের সীমান্ত সীমা বাড়ানোর বিজ্ঞপ্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জারি করেছে তা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। সে বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে এই বিজ্ঞপ্তি বাতিলের দাবি জানানো হয়েছে।
Auto Amazon Links: No products found.