কবিতা : ধানে ধন্য নবান্ন


বৃহস্পতিবার,২৫/১১/২০২১
3244

এ কে সরকার শাওন

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

চকজুড়ে সোনালী ধান
চোখে স্বপ্ন জয়ের দ্যুতি!
বিধাতার বর বিস্ময়কর
চাষীর কী সুখানুভুতি!

আমন ধান কাটার ধুম
দেশে বয় সুখের জোয়ার!
পাকা ধানের মৌ মৌ ঘ্রাণে
উৎসব মুখর চারিধার!

আট আটি মাথায় তুলে
দলবেঁধে চলে বাড়ি;
উঠানে বিশাল আটির স্তুপ
চলছে মাড়াই তড়িঘড়ি!

বৌ ঝি’দের ব্যস্ততা ভীষণ
ঢেঁকিতে ধান ভানার গান।
পাহাড় সমান খড়ের গাদা
গোলায় সম্পদ অফুরান!

পুকুর পূর্ণ নানান মাছে
সব্জীর বাহার চারা ক্ষেতে!
ফুলের বহর মধুর নহর
আঙ্গিনায় ফুল বাগিচাতে!

ঝি-জামাই বোন-ভাগিনা
জুটেছে সব আত্বীয় স্বজন!
সুখের নীড়ে সুখের ভীড়ে
পাখিরাও গায় গান কূজন!

রাতে কম্বল গায়ে মু্ড়ে
পালাগানে কতক মাতে;
সুখে হাসে দুখে কাঁদে
কুশীলবের সাথে সাথে!

অগ্রহায়নের চাঁদনী রাতে
শিউলী কামিনীর কড়া ঘ্রাণে;
মন হারিয়ে মন ভরে যায়
জগলুর বাঁশীর সুরের টানে!

প্রাচীন পার্বণ খুশীর নবান্ন
বাঙালির সর্বসেরা সংস্কৃতি!
ঘরে ঘরে খুশীর আমেজ
গ্রামে উল্ল্যসের মাতামাতি!

প্রনবন্ত সন্ধ্যা কাটে
মুড়ি-মুড়কি ভাজা পোড়ায়;
মায়ের মায়ায় বোনের ছায়ায়
খোশগল্পের ছোঁয়ায় ছোঁয়ায়!

নতুন চালের পিঠা পুলি
ফিরনী পায়েস ক্ষীর!
মায়ের চূলার চারপাশে
চাঁদের হাটের ভীড়!

সবার খুশীতে বাবার চোখে
আনন্দাশ্রুর কণা!
পরিবারের এ মিলন মেলা
বিশ্বের কোথাও মিলে না!

বাংলার নবান্ন ধানে ধন্য
বিশ্বজুড়ে মহীয়ান।
মায়ের দোয়ায় স্বজন ছোঁয়ায়
প্রজন্ম হয় ধীমান!

এ কে সরকার শাওন

কবিতাঃ ধানে ধন্য নবান্ন
কাব্যগ্রন্থঃ বাঁশীওয়ালা
এ কে সরকার শাওন
শাওনাজ, উত্তরখান, ঢাকা!

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট