রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারিকরণের বিরুদ্ধে আগামী ৩০ নভেম্বর দিল্লীর যন্তর মন্তরে “ব্যাঙ্ক বাঁচাও,দেশ বাঁচাও” কর্মসূচি লক্ষ্য পূরণের উদ্দেশে ব্যাংক অফিসারদের সংগঠন All India Bank Officers’ Confederation আজ কলকাতা থেকে ভারত যাত্রা শুরু করেছে। কলকাতার স্ট্রান্ড রোডের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মুখ্য কার্যালয়ের সামনে থেকে ৫০ জন প্রতিনিধি নিয়ে এই যাত্রার সূচনা হয়। দুর্গাপুর ,ধানবাদ,গয়া,পাটনা,আড়া, বারাণসী,এলাহাবাদ,লক্ষ্ণৌ, কানপুর,আগ্রা,নয়ডা হয়ে ২৯ নভেম্বর বিকেলে নিউ দিল্লী পৌঁছাবে। প্রতিটি জায়গায় তাদের প্রতিনিধিরা এই কর্মসূচিতে যোগ দেবেন বলে সংগঠনের সাধারণ সম্পাদক সৌম্য দত্ত জানিয়েছেন।

Auto Amazon Links: No products found.