চা শিল্পে নূন্যতম মজুরী চালুর দাবিতে বিক্ষোভ দেখান চা শ্রমিকরা‌


বৃহস্পতিবার,২৫/১১/২০২১
506

২০২২ থেকে চা শিল্পে নূন্যতম মজুরী চালুর দাবিতে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি সদর ব্লকের জয়পুর, ভান্ডিগুড়ি, যাদবপুর সহ বিভিন্ন চা বাগানের গেটে গতকাল বিক্ষোভ দেখান চা শ্রমিকরা‌। বিক্ষোভ শেষে শ্রমিকদের প্রতিনিধি দল ম্যানেজারের হাতে দাবিপত্র তুলে দেয়। জমির পাট্টার দাবি’ও করেন তারা। আজ বিক্ষোভ শুরু হয়েছে ডেঙ্গুয়াঝাড়, করলাভ্যালী, সরস্বতীপুর, শিকারপুরসহ অন্যান্য বাগানে। চা শ্রমিকদের লাগাতার আন্দোলনের ফলে নূন্যতম মজুরী নির্ধারনের জন্য রাজ্য সরকার, শ্রমিক, মালিক ও সরকারী প্রতিনিধিদের নিয়ে ৬ সদস্যের একটি কমিটি গঠন করে। এবছর পয়লা জানুয়ারী থেকে চা শ্রমিকদের নূন্যতম মজুরী চালু হবে বলে ঘোষনা করা হলেও, এখনো কোনো কাজ হয়নি।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট