সিকিমকে ১-০ গোলে হারিয়ে সন্তোষ ট্রফির মূলপর্বে বাংলা


বৃহস্পতিবার,২৫/১১/২০২১
678

সিকিমকে ১-০ গোলে হারিয়ে সন্তোষ ট্রফির মূলপর্বে বাংলা। গোলদাতা দিলীপ ওঁরাও। ৫ জানুয়ারি থেকে আই এম বিজয়নের রাজ্যে শুরু মূলপর্ব। মূলপর্বের টিকিট পেতে এদিন জিততেই হত রঞ্জন ভট্টাচার্যের দলকে। কল্যাণীর মাঠে এদিন এতটাই দাপট ছিল বাংলার ফুটবলারদের যে সিকিমকে হারাতে খুব বেশি বেগ পেতে হয়নি। ম্যাচের ১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বাংলা। কিন্তু আগের ম্যাচের গোলদাতা মহীতোষ রায় পেনাল্টি মিস করেন। তবে প্রথমার্ধেই গোল করে এগিয়ে যায় বাংলা। ৪২ মিনিটে তুহিন দাসের সেন্টার থেকে জোরাল শটে গোল করেন দিলীপ ওঁরাও। এর পর দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের ব্যবধান বাড়াতে পারেননি সুব্রত মুর্মু, ফারদিন আলি মোল্লারা।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট