পশ্চিম বর্ধমানের পানাগড় ২নম্বর জাতীয় সড়কের ওপর একটি ট্যাংকার নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের রেলিং ভেঙে সার্ভিস রোডে রাস্তার উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ এবং কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় তিন’টি ক্রেনের সাহায্যে ওই ট্যাংকারটিকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশের অনুমান ভোর রাত্রে চালক ঘুমিয়ে পড়ার জন্যই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনায় কোন হতাহত না হলেও চালক এবং খালাসী অল্পবিস্তর আহত হয়েছেন। ট্যাংকারটি হলদিয়া থেকে পানাগড় বাইপাস ধরে দুর্গাপুর হয়ে নেপাল যাচ্ছিল বলে জানা গেছে।
Auto Amazon Links: No products found.