বহরমপুর-এ শহরের প্রাণ কেন্দ্রে কয়েক কোটি টাকা মূল্যের হেরোইন সহ এক মহিলা মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাম সুমিত্রা হালদার বয়স ৪১ বছর। গোপন সূত্রে খবর পেয়ে পথে খাদ্য দপ্তরের গোডাউন সংলগ্ন এলাকায় পুলিশ তাকে ধরে। তার কাছ থেকে মোট চার কেজি উন্নতমানের হেরোইন উদ্ধার হয়। আজ ধৃত ঐ মহিলাকে বহরমপুরে বিশেষ মাদক আদালতে তুলে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে বহরমপুর থানার আই সি রাজা সরকার জানিয়েছেন। ঐ-মহিলার সাথে হেরোইন চক্রে আর কে কে জড়িয়ে তা তদন্ত করে দেখছে পুলিশ।

Auto Amazon Links: No products found.