হাঁড়িয়ার গন্ধে লোকালয়ে ঢোকে হাতি !


বুধবার,০১/১২/২০২১
498

হাঁড়িয়ার গন্ধে লোকালয়ে ঢোকে হাতি। রোজ রোজ ঘাস-পাতা মুখে রোচে না। একটু স্বাদ না বদলালে চলে! আবার মাঝে মধ্যে নেশাতুর হয়ে আনন্দে মাততেও ইচ্ছে হয়। মানুষের নয়, এমন মনে হয় হাতিরও। এলাকায় হাতির আনাগোনার কারণ হিসাবে এমনটাই খুঁজে বের করেছেন বিশেষজ্ঞরা। ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় প্রধানত বসবাস করে আদিবাসী সম্প্রদায়ের মানুষ। ভাত পচিয়ে তাদের ঘরে তৈরি হাঁড়িয়া তাদের যেমন প্রিয়, তেমনি হাতিদেরও প্রিয়। হাতির হানার আরেকটি অন্যতম কারণ এই হাঁড়িয়ার গন্ধ। হাঁড়িয়ার গন্ধ পেলে, তা সাবাড় করতে পাগল হয়ে হাতি আক্রমণ চালায় আদিবাসী মহল্লায়। এলাকা, বাড়ি বা চাষের জমিতেই নয়, প্রহরাবিহীন স্কুলেও ঢুকে পড়ছে হাতির দল। এমনও খবর এসেছে। কারণ, স্কুলগুলিতে মজুত থাকে মিডডে মিলের চাল-ডাল। স্কুলের দরজা ভেঙে ওই চাল, ডাল খেতে হাতির দল মাঝা মধ্যেই হানা দেয়।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট