করোনা অতিমারিতে স্কুল-কলেজ ছিল বন্ধ। পরিস্থিতি স্বাভাবিক হতেই রাজ্য জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দরজা খুলে গিয়েছে। সঙ্গে সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের সংগঠনকে মজবুত করতে এবং নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াতে উদ্যোগী হলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তিনি বলেন, ‘‘সমাজ গঠন করতে হলে ভাল ছাত্র হতে হবে। ছাত্রদের হতে হবে আরও রাজনীতি সচেতন, সমাজ সচেতন। সমাজ গঠনে ছাত্রদের ভূমিকা বিরাট। ছাত্ররাই পারে নতুন সমাজ গড়তে। আরও উন্নত সমাজ গড়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই ছাত্রসমাজকে এগিয়ে আসার কথা বলেছেন।’’
Auto Amazon Links: No products found.