সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও মানুষকে সচেতন করতে গতকাল শহরের রথবাড়ি এলাকায় সেফ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠানের আয়োজন করলো জেলা পুলিশ প্রশাসন। উপস্থিত ছিলেন, রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলাশাসক রাজর্ষি মিত্র, পুলিশ সুপার অলক রাজোরিয়া প্রমুখ। “সেফ ড্রাইভ সেভ লাইফ” এই শ্লোগানকে সামনে রেখে শহরে একটি মিছিলের বের হয়। মিছিলে অংশ নেন পুলিশ প্রশাসন ও বিভিন্ন স্কুলের পড়ুয়ারা, এর পাশাপাশি ট্যাবলোর মাধ্যমে মানুষকে সচেতন করা হয়।
Auto Amazon Links: No products found.