কলকাতা পুরভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব শেষ হল বুধবার


বৃহস্পতিবার,০২/১২/২০২১
598

কলকাতা পুরভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব শেষ হল বুধবার। মনোনয়ন জমা দেওয়া নিয়ে এদিনও দলীয় সদস্য, সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন পরেশ পাল, রামপেয়ারে রাম, স্বপন সমাদ্দারের মতো পুরনো ও পোড়খাওয়া প্রার্থীদের পাশাপাশি বিশ্বরূপ দে, পূজা পাঁজার মতো নবাগত প্রার্থীরাও তাঁদের মনোনয়ন জমা দিলেন। বুধবার সকালে মনোনয়নপত্র জমা দিলেন পরেশ পাল। মনোনয়ন পেশ করে পরেশ পাল জানালেন ৩১ নম্বর ওয়ার্ডে তাঁর জয় নিশ্চিত। ক্রিকেট প্রশাসন থেকে এবার সোজা রাজনীতির ময়দানে নেমেছেন প্রাক্তন সিএবি কর্তা বিশ্বরূপ দে। এদিন তিনিও মনোনয়ন জমা দিলেন। ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজার কন্যা পূজা পাঁজা। মাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তিনি।

এর আগে বিভিন্ন সময়ে মায়ের হয়ে প্রচারের ময়দানে দেখা গিয়েছিল পূজাকে। তবে এবারই প্রথম ভোটের লড়াইয়ে নামলেন পূজা। ১৩ নম্বর ওয়ার্ড থেকে এদিন মনোনয়ন জমা দিলেন পরিচিত মুখ পেশায় আইনজীবী অনিন্দ্যকিশোর রাউত। এরই মধ্যে ৬৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী বদল করা হয়েছে এদিন। ঘোষিত প্রার্থীর বদলে এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন ওয়ার্ডের পুরনো কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়। এদিন তিনিও মনোনয়নপত্র জমা দিলেন। মনোনয়নপত্র জমা দিয়েই সময় নষ্ট না করে প্রচারে নেমে পড়েন সুদর্শনা মুখোপাধ্যায়। এ ছাড়াও এদিন মনোনয়নপত্র জমা দিলেন ২৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী মীনাক্ষী গুপ্তা, ২০ নম্বর ওয়ার্ডের বিজয় উপাধ্যায়, ১২০ নম্বরের সুশান্ত ঘোষ, ৫৭ নম্বরের জীবন সাহা, ৮৩ নম্বর ওয়ার্ডের প্রবীর মুখোপাধ্যায়, ৫৬ নম্বর ওয়ার্ডের স্বপন সমাদ্দার, ৭৯ নম্বর ওয়ার্ডের রামপিয়ারী রাম সহ আরও অনেকে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট