কলকাতা পুরভোটের দলীয় প্রার্থীদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। আগামী শনিবার মহারাষ্ট্র নিবাস হলে দুপুর একটায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ছাড়াও থাকবেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম-সহ দলের শীর্ষনেতারা। বুধবারই শেষ হয়েছে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার কাজ। এখন পুরোদমে প্রচার চলছে ওয়ার্ড-ওয়ার্ডে। ১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট। তার আগে দলীয় প্রার্থীদের পেপটক দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Auto Amazon Links: No products found.