ফের প্রমোদতরী চালু গঙ্গাবক্ষে। রাজ্য পরিবহণ দফতরের উদ্যোগে ফের গঙ্গাবক্ষে চালু হল বিলাসবহুল ক্রুজ পরিষেবা। অনেকদিন আগেই এই পরিষেবা চালু হয়েছিল। কিন্তু কোভিড পরিস্থিতিতে বন্ধ হয়ে যায় এই ক্রুজ। করোনা আপাতত অনেকটাই নিয়ন্ত্রণে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। তাই পরিবহণ দফতরের তরফে চালু করা হল এই হেরিটেজ ক্রুজ পরিষেবা। বৃহস্পতিবার ক্রুজ পরিষেবার উদ্বোধন করেন ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের অ্যাডভাইজরি কমিটির চেয়ারম্যান ও বিধায়ক মদন মিত্র।
Auto Amazon Links: No products found.