গেমিং প্লাটফর্ম থেকে ভারত সেরা, রেলমন্ত্রীর হাত থেকে নদিয়ার যুবক পেলেন সেরার সম্মান


শুক্রবার,০৩/১২/২০২১
763

অনন্য সম্মান নদিয়ার রানাঘেটের যুবক সুপ্রিয় বিশ্বাসের। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তাঁর হাতে তুলে দিলেন সেরার সেরা সম্মান। সুপ্রিয়র এই সম্মানে গর্বিত গোটা নদিয়াবাসী। দেশের গেমিং প্লাটফর্ম থেকে ভারত সেরা সম্মান পেলেন মাস্টারবুক ইলেভেন গেমিং অ্যপ এর ডিরেক্টর সুপ্রিয় বিশ্বাস। রাজধানী দিল্লিতে জী হিন্দুস্তানের তরফ থেকে আয়োজিত স্টার্টআপ রাইস ইউনিকর্ন স্পোর্টস ও গেমিং ফিল্ড থেকে সেরা সম্মান এলো বাংলার রানাঘাটের বাসিন্দা সুপ্রিয় বিশ্বাসের হাতে। সারাদেশের বিভিন্ন গেমিং কম্পানির মধ্যে সেরা হয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রীর থেকে সম্মান তুলে নিলেন সুপ্রিয় বিশ্বাস । দিল্লি থেকে কলকাতা ফিরতেই ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস। কলকাতা বিমানবন্দরে তাকে সম্বর্ধনা জানাতে নদীয়ার রানাঘাট থেকে বিমানবন্দরে আসেন একঝাক যুবক। ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুব্রত দত্ত সহ সুপ্রিয় শুভাকাঙ্খীরা।নতুন প্রযুক্তি ও অ্যন্ডরয়েডের যুগে বিরাট কর্মসংস্থান তৈরির লক্ষেই এগিয়ে চলেছে মাস্টারবুক ইলেভেন গেমিং অ্যপ এমনাটাও জানান মাস্টারবুকের সিইও সুপ্রিয়বাবু। তাঁর হাত ধরে বাংলা আবারও এক জয়ের স্বাক্ষী। সুব্রত দত্ত বলেন, সুপ্রিয়র এই সাফল্যে আজ আমরা গর্বিত। বাঙালি যে সর্বক্ষেত্রে নতুন পথের সন্ধান দেয় সুপ্রিয়র এই সম্মান তারই প্রমাণ।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট