ভারতে ওমিক্রন-এর সংক্রমণ ধরা পড়েছে। করোনা ভাইরাসের এই নতুন ভ্যারিয়েন্ট, কর্ণাটকে দু’জনের নমুনায় চিহ্নিত হয়েছে। এদের একজন দক্ষিণ আফ্রিকার নাগরিক, দ্বিতীয় জন ব্যাঙ্গালোরের বাসিন্দা। তবে, এনিয়ে অযথা আতঙ্কিত না হবার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। পাশাপাশি সবাইকে সতর্ক থাকতেও বলা হয়েছে। এদিকে ওমিক্রন আক্রান্ত ৪৬ বছরের ব্যক্তির সরাসরি সংস্পর্শে আসা তিনজন এবং পরোক্ষে সংস্পর্শে আসা ২ জন করোনা আক্রান্ত বলে জানা গেছে। তাঁদের নমুনাও জিনোম সিকোয়েন্সিং এর জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
Auto Amazon Links: No products found.