পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট সামুদ্রিক ঘূর্ণিঝড়- জাওয়াদ এখন ঘন্টায় ৬ কিলোমিটার বেগে, সমুদ্রের ওপর দিয়ে উত্তর উত্তর-পশ্চিম দিকে এগিয়ে চলেছে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, রাত আড়াইটে নাগাদ ঘূর্ণিঝড়টি বিশাখাপত্তনমের ২৫০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্বে, গোপালপুরের ৩৬০ কিলোমিটার দক্ষিণে এবং পুরীর ৪৩০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। শক্তি সঞ্চয় করে এটি, উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকালে, অন্ধ্র ও ওড়িশা উপকূলের দিকে আরো এগিয়ে এসেছে। আগামীকাল দুপুর নাগাদ এটি পুরীর কাছে পৌঁছনোর পর, আরও উত্তর-উত্তর-পূর্ব দিকে বাঁক নিয়ে এরাজ্যের উপকূলবর্তী এলাকার দিকে এগিয়ে আসবে বলে, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। এর প্রভাবে, দুই মেদিনীপুর জেলায় আজ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। ঝোড়ো হাওয়ার পাশাপাশি, সমুদ্র উত্তাল হতে পারে। কোথাও কোথাও ঝড়ের গতি ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
Auto Amazon Links: No products found.