প্রার্থী ঘোষণার পর থেকেই প্রচারে ঝড় তুলেছেন শাসক দলের প্রার্থীরা। শহরের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই সকাল থেকেই প্রচার শুরু করে দিচ্ছেন তাঁরা। শনিবার সকালে দক্ষিণ কলকাতার 85 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার সারলেন তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমার। হোয়াট ইজ অলিগলি হাতের তালুর মতো চেনেন দেবাশিসবাবু। দীর্ঘদিনের জনপ্রতিনিধি। তবুও প্রচারে কোনরকম খামতি রাখতে চান না। এদিন তিনি বলেন, কলকাতা পুরবোর্ড শহরের সার্বিক উন্নয়নে ঐকান্তিক ভাবে কাজ করে চলেছে। শহরবাসীকে উন্নততর পরিষেবা দিতে বদ্ধপরিকর তারা। মহানগরীর ড্রেনেজ সিস্টেমের আরও উন্নতি ঘটাতে খাল গুলির দ্রুত সংস্কারের লক্ষ্যে এগোচ্ছে পুরসভা।
Auto Amazon Links: No products found.