কল্যাণী বিশ্ববিদ্যালয়-এর পক্ষ থেকে অনলাইন ব্যবসায় মহিলাদের উদ্যোগপতি হওয়ার লক্ষ্যে ৬ মাসের একটি সার্টিফিকেট পাঠক্রমের আজ সূচনা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মানস কুমার সান্যাল উদ্বোধন করে বলেন, বর্তমান করোনা জনিত পরিস্থিতিতে এই ধরনের পাঠক্রম খুবই সময়োপযোগী। অনলাইন ব্যবসায় মহিলাদের প্রশিক্ষণ দিতে ‘রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান’, RUSA আর্থিক সহায়তায় এই পাঠক্রম টি চালু করা হয়েছে। নতুন এই পাঠক্রমের জন্য কল্যাণী পৌরসভার পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। এই কোর্সের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্যে ই কম্পিউটারে প্রশিক্ষিত করে তাঁদের ই- এন্টারপ্রেনারশিপ, ই- বিজনেস, ই- কমার্স, ই- ফাইলিং অফ ইনকাম ট্যাক্স রিটার্ন প্রভৃতি শেখানো হবে।
Auto Amazon Links: No products found.