ইয়ামাগুচির বাধা টপকে ফাইনালে সিন্ধু


রবিবার,০৫/১২/২০২১
633

ইয়ামাগুচির বাধা টপকে ফাইনালে সিন্ধু। ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে পি ভি সিন্ধুর স্বপ্নের দৌড় অব্যাহত। শনিবার সেমিফাইনালে জাপানের আকানে ইয়ামাগুচিকে হারিয়ে ফাইনালে উঠে গেলেন তিনি। এই নিয়ে তৃতীয়বার এই টুর্নামেন্টের ফাইনালে উঠলেন সিন্ধু। ২০১৮ সালে তিনি চ্যাম্পিয়নও হয়েছিলেন। ফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার আন সিয়ুং। এদিন থাইল্যান্ডের পর্নপাউরি চোচুয়ংকে ২৫-২৩, ২১-১৭ গেমে পরাস্ত করে দু’বারের অলিম্পিক চ্যাম্পিয়ন ভারতীয় শাটলারের মুখোমুখি হয়েছেন সিয়ুং। এদিকে, জাপানি প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ১১-৭ ব্যবধানে এগিয়ে থাকলেও, ইয়ামাগুচির বিরুদ্ধে শেষ দুটো ম্যাচে হেরে গিয়েছিলেন সিন্ধু। যদিও এদিন হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২১-১৫, ১৫-২১, ২১-১৯ গেমে বাজিমাত করেন তিনি। সময় লেগেছে ৭০ মিনিট। প্রথম গেম সিন্ধু সহজে জিতলেও, দ্বিতীয় গেম জিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন ইয়ামাগুচি। তৃতীয় গেমে একটা সময় ১১-৫ পয়েন্টে লিড নিয়েছিলেন সিন্ধু। তবে ইয়ামাগুচি পরপর কয়েকটি পয়েন্ট জিতে ব্যবধান কমিয়ে এনেছিলেন। একটা সময় ১৯-১৯ পয়েন্টে দাঁড়িয়ে ছিলেন দুই প্রতিদ্বন্দ্বী। সেখান থেকে টানা দু’টি পয়েন্ট ছিনিয়ে নিয়ে ম্যাচ পকেটে পুরে নেন সিন্ধু। সিন্ধুর জয়ের দিন ছেলেদের সিঙ্গলসে হেরে গেলেন লক্ষ্য সেন। ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের বিরুদ্ধে ১৩-২১, ১১-২১ গেমে হেরে যান তিনি।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট