ঘূর্ণিঝড় জাওয়াদ-এর প্রভাবে পূর্ব বর্ধমান জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে আমনের ভরা মরশুম।ঘূর্ণিঝড়ের আগেই আমন ধান ঘরে তোলার জন্য কৃষি দপ্তর বেশ কয়েকদিন ধরে প্রচার চালাচ্ছে। কাল বিকেল থেকেই আকাশের মুখ ভার। আজ সকাল থেকে কখনো কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে। কৃষকরা ব্যস্ত সোনার ফসল ঘরে তোলার কাজে।