ঘূর্ণিঝড় জওয়াদ ও ভারী বৃষ্টির পূর্বাভাসের প্রেক্ষিতে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালি ২ নম্বর ব্লকের বেরমজুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বিদ্যাধরী নদীর পাড়ের বাসিন্দাদের NDRF মাইকিং করে সতর্ক করার পাশাপাশি কর্মীরা স্থানীয়দের সঙ্গে কথাও বলেন। দুর্যোগের সময় বাড়ি থেকে না বেরোনোর জন্য তাঁদের পরামর্শ দেন। যে কোনো প্রয়োজনে NDRF সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
Auto Amazon Links: No products found.