আদিবাসী তৃণমূল কংগ্রেস সেলের জেলা সম্মেলন হল মালদহে। ছিলেন আদিবাসী তৃণমূল কংগ্রেস সেলের রাজ্য সভাপতি দেবু টুডু, মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আবদুর রহিম বক্সি, তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী চন্দনা সরকার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রফিকুল হোসেন, জেলা আইএনটিটিইউসির সভাপতি শুভদীপ সান্যাল প্রমুখ।

Auto Amazon Links: No products found.