আম আদমি পার্টি থেকেও গোয়া তৃণমূল কংগ্রেসে যোগদান হচ্ছে। যেমন রবিবার কেজরিওয়ালের দল থেকে তৃণমূল শিবিরে যোগ দিলেন সিদ্ধার্থ পাটিল। তিনি গোয়া আম আদমি পার্টির হয়ে সানভোরদেম থেকে নির্বাচনে লড়েছিলেন। এবার তিনি ঠিক করেছেন গোয়ায় নয়া ভোর আনবেন। তাই তিনি হাতে তুলে নিলেন তৃণমূল কংগ্রেসের পতাকা।

Auto Amazon Links: No products found.