কেন বিকল্প দলের কথা মাথায় আনবেন ? – ফিরহাদ


মঙ্গলবার,০৭/১২/২০২১
635

পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সমস্ত জনকল্যাণমুখী কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং মানুষ প্রতিনিয়ত যার সুযোগ-সুবিধা নিয়ে চলেছেন, তারা কেন বিকল্প দলের কথা মাথায় আনবেন ? বিগত দিনে মানুষ যেমন এ রাজ্যের তৎকালীন বাম নেতৃত্বাধীন সরকার ও দলকে প্রত্যাখ্যান করেছে, আগামী দিনে এ রাজ্যের মানুষ বিজেপি সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি কেউ প্রত্যাখ্যান করবে বলে জানালেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। এরা যে উন্নয়নের নিরিখে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখেই ভোট দেয়। কে বা কোন ব্যক্তি ভোটে দাঁড়ালো সেটা এ রাজ্যের মানুষ পরখ করে দেখেনা। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় কে বিশ্বাস করে ভরসা করেন তাই তাকেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এবং উন্নয়নের কান্ডারী হিসেবে দেখতে চান।

বিরোধীরা এ রাজ্যে যতই বিরোধিতার কথা বলুক আদপে তারা কিছুই করতে পারবেনা। নিজেরাই নিজেদের মতপার্থক্য ও লড়াই করে নিজেদের অস্তিত্ব হারাবেন বলে মত প্রকাশ করলেন রাজ্যের পরিবহন ও আবাসনমন্ত্রী ফিরহাদ হাকিম। আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জানিয়েছে কলকাতায় ঝড় এর কোনো প্রভাব পড়বে না। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। সে কথা মাথায় রেখেই ইতিমধ্যে কলকাতা পুরসভার কঞ্জারভেন্সী, ড্রেনেজ, ও ওয়াটার বিভাগের সঙ্গে এ বিষয়ে কথাবার্তা বলে যাতে কোনোভাবেই শহরবাসী কোনরকম অসুবিধার মধ্যে না পড়ে সে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। কলকাতা পুরসভা শহরবাসীকে যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট