রাজ্যের মধ্যে অন্যতম আলু ও সবজি উৎপাদক হুগলী জেলায় ঘূর্ণিঝড় “জাওয়াদ” এর জেরে নিম্নচাপ-এর প্রভাবে কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে। এই জেলায় একটানা দু’দিনের বৃষ্টিতে আলু ও অন্যান্য সবজি চাষে কয়েক হাজার হেক্টর জমিতে ক্ষতি হয়েছে। চাষের জমিতে জল জমে যাওয়ায় আলু, কপি,টমেটো, শসা, বরবটি সহ সব শাক সবজি পচে যাবে বলে কৃষকরা জানিয়েছেন। সিঙ্গুর, ধনিয়াখালি, তারকেশ্বর, জাঙ্গিপাড়া, আরামবাগ গোঘাট,খানাকুল ব্লকে এই বৃষ্টিতে সবজি ,সর্ষে এবং ধানের পাশাপাশি আলু চাষে সব থেকে ক্ষতি সব থেকে বেশী। এবছর চল্লিশ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে।
“জাওয়াদ” এর জেরে নিম্নচাপ-এর প্রভাবে কৃষিতে ব্যাপক ক্ষতি
বুধবার,০৮/১২/২০২১
2172

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: