যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে সুন্দরবন দিবস


শনিবার,১১/১২/২০২১
460

যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে সুন্দরবন দিবস। দুই ২৪ পরগনার উনিশটি ব্লক জুড়ে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালন করা হচ্ছে। মূল অনুষ্ঠানটি হয় দক্ষিণ ২৪ পরগনার সাগরের রুদ্রনগরের কিষানমাণ্ডিতে। অনুষ্ঠানের সূচনা করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। উপস্থিত ছিলেন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র, সুন্দরবন দপ্তরের প্রধান সচিব কে জি এস চিমা, কাকদ্বীপের মহকুমাশাসক অরণ্য বন্দ্যোপাধ্যায় সহ বিধায়ক ও বিডিওরা। এদিন সাগরে আদিবাসী নৃত্যের সঙ্গে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। মন্ত্রী সহ প্রত্যেক বক্তা সুন্দরবনকে রক্ষার জন্য বাসিন্দাদের অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বান জানান। প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য উপকূলের মানুষকে ম্যানগ্রোভ রোপন করার নির্দেশ দেওয়া হয়। স্কুলের পড়ুয়ারা সুন্দরবন রক্ষায় শপথ নেয়। সুন্দরবন বিষয়ক গান, নাচ, নাটক পরিবেশিত হয়। এছাড়া সুন্দরবনের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজেদের তৈরী সামগ্রী নিয়ে স্টল দিয়েছেন। অনুষ্ঠান চলবে আগামীকালও।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট