রবি তীর্থ বিদ্যালয়ে আজ অটল টিংকারিং ল্যাবের উদ্বোধন


শনিবার,১১/১২/২০২১
449

ভারত সরকারের নীতি আয়োগ এবং অটল ইনোভেশন মিশনের আর্থিক সহায়তায় নদীয়ার কল্যাণীর কাছে বেদীভবনে রবি তীর্থ বিদ্যালয়ে আজ অটল টিংকারিং ল্যাবের উদ্বোধন করা হয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এন্ড রিসার্চ, কলকাতার অধিকর্তা অধ্যাপক সৌরভ পাল, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মানস কুমার সান্যাল, কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান ডাক্তার কল্যাণ গোস্বামী এবং কল্যাণীর মহকুমা শাসক হীরক মন্ডলের উপস্থিতিতে এই ল্যাবের আজ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।বিদ্যালয়ের অধ্যক্ষ মধুসূদন চক্রবর্তী জানান, এই ল্যাবটি তৈরির জন্য ১২ লক্ষ টাকা দেওয়া হয়েছে। ল্যাব হওয়ায় শিক্ষার্থীরা বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে ব্যবহারিক প্রয়োগের সুযোগ পাবেন বলে তিনি জানান।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট