বর্ষশেষে পর্যটক মায়াপুরে


মঙ্গলবার,১৪/১২/২০২১
7133

বর্ষশেষে পর্যটক মায়াপুরে। চৈতন্যভূমি নবদ্বীপ শহর জুড়ে রয়েছে মন্দির। গঙ্গা পেরোলে মায়াপুর, ইসকনের মন্দির। বড়দিনের আগেই দেশ-বিদেশ থেকে পর্যটক আসতে শুরু করেছেন, আসছেন বাংলার বিভিন্ন জেলা থেকেও। ফলে হোটেল ও গেস্টহাউসের মালিকরা ভীষণ খুশি। টোটো ও অন্য গাড়ির চালকরাও। করোনার পরিস্থিতিতে দু’ বছরের বেশি মায়াপুরে পর্যটকদের আনাগোনা ছিল খুব কম। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, ইসকন মন্দিরকেন্দ্রিক যে সমস্ত লজ-হোটেল রয়েছে, তার বুকিং হয়ে গিয়েছে। গেস্টহাউসেও অধিকাংশ থাকার জায়গা অনলাইনে বুকিং সারা। তবে যাঁরা সরাসরি আসছেন, ঘর থাকলে তাঁদের ব্যবস্থা করে দিচ্ছে বিভিন্ন গেস্টহাউস।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট