বর্ষশেষে পর্যটক মায়াপুরে। চৈতন্যভূমি নবদ্বীপ শহর জুড়ে রয়েছে মন্দির। গঙ্গা পেরোলে মায়াপুর, ইসকনের মন্দির। বড়দিনের আগেই দেশ-বিদেশ থেকে পর্যটক আসতে শুরু করেছেন, আসছেন বাংলার বিভিন্ন জেলা থেকেও। ফলে হোটেল ও গেস্টহাউসের মালিকরা ভীষণ খুশি। টোটো ও অন্য গাড়ির চালকরাও। করোনার পরিস্থিতিতে দু’ বছরের বেশি মায়াপুরে পর্যটকদের আনাগোনা ছিল খুব কম। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, ইসকন মন্দিরকেন্দ্রিক যে সমস্ত লজ-হোটেল রয়েছে, তার বুকিং হয়ে গিয়েছে। গেস্টহাউসেও অধিকাংশ থাকার জায়গা অনলাইনে বুকিং সারা। তবে যাঁরা সরাসরি আসছেন, ঘর থাকলে তাঁদের ব্যবস্থা করে দিচ্ছে বিভিন্ন গেস্টহাউস।
বর্ষশেষে পর্যটক মায়াপুরে
মঙ্গলবার,১৪/১২/২০২১
7024