বিদায় বাছাধন


মঙ্গলবার,১৪/১২/২০২১
2666

এ কে সরকার শাওন

প্রাণের শ্বসন হৃদয়ের স্পন্দন
এই বুঝি থেমে যায়;
তবু ঠোঁটে হাসি টেনে
সন্তানকে জানায় বিদায়!

শূন্য বাড়ি শূন্য ঘর
বাকী সব একদম চুপ;
টেবিল-চেয়ার সবই ফাঁকা
বিরহী বই কাপড়ের স্তুুপ!

বাবা সটান টান টান
দেহ আগা গোড়া মুড়িয়ে ;
বরফ শীতল লাশ অবিকল
শব্দহীন নিরন্তর শুয়ে!

মা লুকিয়ে কাঁদে ফুপিয়ে
দু’চোখ লাল টকটক;
দুর্বল দেহ নিদ্রাহীন প্রহর
বুক জ্বলে ধক ধক!

সুখের মাঝেও দুঃখ থাকে
চির সমান্তরাল বাস;
জগত সংসার কণ্টকাকীর্ণ
করো না হাহুতাশ!

সুন্দর আগামী বিনির্মাণে
কলিঙ্গের পথে চলা শুরু!
সন্মুখপানে এগোতে হবে
ডিঙ্গোতে হবে মেরু মরু!

এ বিচ্ছেদ ক্ষণস্থায়ী
তৃণা হও অংশুমতি!
মানুষ হয়ে আঁধার ঘোচাও
তাড়াও দশের দুর্গতি!

কবিতাঃ বিদায় বাছাধন
কাব্যগ্রন্থঃ বাঁশীওয়ালা

এ কে সরকার শাওন


শাওনাজ, উত্তরখান, ঢাকা।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট