আজ বছরের শীতল তম দিন


মঙ্গলবার,১৪/১২/২০২১
530

আজ বছরের শীতল তম দিন।  উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা এবং  সুস্ক বাতাস এ রাজ্যে ঢোকার ফলে আজ সকালে কলকাতার আলিপুরে তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নিচে। যেটি এ বছরের শীতলতম দিন বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের উপ মহা নির্দেশক সঞ্জিব বন্দোপাধ্যায়। তিনি বলেন,জেলায় কোথাও কোথাও তাপমাত্রা আরো একটু কম।  এই ঠান্ডা ভাব আরো বেশ কিছু দিন থাকবে।দিনের তাপমাত্রাও খুব একটা বাড়বেনা। ২৪-২৫ ডিগ্রির কাছাকাছি থাকবে। তবে কলকাতায় রাতের তাপাত্রা ১৩ কাছাকাছি থাকবে। 

এদিন উত্তরবঙ্গে  আসানসোল তাপমাত্রা ছিল ১৩.৩ 
দার্জিলিং ৫.৩ 
ক্যালিংপঙ ১০ 
কৃষননগর ১৩ 
পুরুলিয়া ১১.৭ 
সিলিগুড়ি ১০.২

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট