কলকাতাতে যে কোনো ভোটই অবাধ ও সুষ্ঠুভাবে করাই সরকারের কাছে বড় চ্যালেঞ্জ


বৃহস্পতিবার,১৬/১২/২০২১
741

বাংলা তথা কলকাতাতে যে কোনো ভোটই অবাধ ও সুষ্ঠুভাবে করাই সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইতিমধ্যেই দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন । আসন্ন পুরভোটে যাতে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারে এবং সুষ্ঠু ও অবাধ নির্বাচন হয় তা নিশ্চিত করতে দলীয় কর্মীদের সদা সতর্ক থাকতে হবে। বাংলায় মানুষের অধিকারে ভোট হয় এখানে কোনো রকম বিশৃঙ্খলা হয় না। বাংলায় পরিস্থিতি অনেক বদলে গেছে, এখানে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ভোট হয়, পুলিসিরাজ এর জন্য ভোট হয় না।

এ বিষয়ে এদিন মহামান্য কলকাতা হাইকোর্টের রায় দিয়েছেন তাকে স্বাগত জানাই। আসন্ন কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার কোনো প্রয়োজন নেই বলে হাইকোর্টের যে রায় দিয়েছে তাতেই প্রমাণ হয় এখানে শান্তি-শৃঙ্খলা বজায় রয়েছে। বিরোধীদের আসলে নাচতে না জানলে উঠান এর দোষ এর মত অবস্থা । তাই বারবার ওরা আইন-শৃংখলার অভিযোগ সামনে এনে কেন্দ্রীয় বাহিনী দাবি জানায়। এরাজ্যে তথা কলকাতায় বিরোধীদের পায়ের তলার মাটি নেই বলেই এমন আশঙ্কা ওদের, কটাক্ষ ফিরহাদ হাকিম এর।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট