সারের কালোবাজারি নিয়ে বিজেপিকে তোপ পূর্ণেন্দুর


বৃহস্পতিবার,১৬/১২/২০২১
507

কোচবিহার : সারের কালোবাজারি নিয়ে কিসান খেত ও মজদুর কর্মী কনভেনশনে বিজেপিকে একহাত নিলেন মন্ত্রী পূর্ণন্দু বসু। বুধবার কোচবিহার উৎসব অডিটোরিয়ামে তিনি বলেন, “কৃষকদের ভুল পথে চালনা করছে বিজেপি। সারের কালোবাজারি করে নোংরা রাজনীতি করছে। এতে সারের উৎপাদন কম হচ্ছে। ওদের কথা যারা শুনছে না তাঁদের বাধ্য করা হচ্ছে। বাংলায় প্রচুর সার লাগে। ৩ ভাগের ১ ভাগও ওরা জোগান দিতে পারেনি। তা হলে জোগান কম থাকবে। ফলে কালোবাজারি তো দেশ ছেড়ে যায়নি। কিছুটা কালোবাজারি করবে। এই অবস্থায় কৃষক সংগঠনের দায়িত্ব হল কৃষি অফিস ও বিডিও অফিসগুলিতে যাওয়া, দরবার করা। যতটুকু সার পাওয়া যাবে কৃষকদের মধ্যে সঠিক ভাবে বণ্টন করা।” ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি খোকন মিঞা, স্কুল ও শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী, প্রাক্তন ২ মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন ও হিতেন বর্মন-সহ অন্যান্য নেতৃত্ব।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট