পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর শ্রীরামপুর ইউনাইটেড হাইস্কুল মাঠে গতকাল থেকে শুরু হয়েছে, রাজ্যস্তরে পুরুষদের হকি চ্যাম্পিয়নশিপ-২০২১। চলবে ২১ তারিখ পর্যন্ত। জেলায় এই প্রথম হকি প্রতিযোগিতা হচ্ছে।সাব জুনিয়র,জুনিয়র এবং সিনিয়র এই তিনটি পর্যায়ে মোট ১২টি জেলা এই খেলায় অংশ নিয়েছে।এর উদ্বোধন করেন বেঙ্গল হকি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান স্বপন বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, জেলা পুলিশ সুপার কামনা শীষ সেনসহ অন্যান্যরা।আজ প্রথম দিনে নদীয়া ও হাওড়া জেলার মধ্যে খেলা হয়।
গতকাল থেকে শুরু হয়েছে রাজ্যস্তরে পুরুষদের হকি চ্যাম্পিয়নশিপ
শুক্রবার,১৭/১২/২০২১
406

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: