জলাশয় ও জলজ প্রাণী বাঁচাতে উৎসব। তারই প্রস্তুতি তুঙ্গে। পূর্বস্থলী ১ নং ব্লকে ফি বছরের উৎসবে গত বছর ধাক্কা দিয়েছিল করোনা। এবার স্বাস্থ্যবিধি মেনে উৎসবের আয়োজন করতে চলেছেন পূর্বস্থলী দক্ষিণের বিধায়ক, মন্ত্রী স্বপন দেবনাথ। ২১ বছর আগে এই কর্মকাণ্ডের শুরু। এই উদ্যোগকে উৎসাহ জোগাতে থিম সং লিখে দিয়েছেন মমতা। ‘খালবিল আর জলাশয়ে ভরা রূপসী বাংলার কন্যা/ ওদের সবাই যত্ন কোরো, ওরা যে অনন্যা।’ পূর্বস্থলী ১নং ব্লকের বিদ্যানগরে পাশাপাশি দুই বিশাল জলাশয় চাঁদের বিল আর বাঁশদহ বিল সংস্কার, সৌন্দর্যায়ন আর চুনোমাছের যত্ন কীভাবে করা হবে, তার খসড়া চূড়ান্ত করতে এক প্রশাসনিক বৈঠকও হয়েছে। বৈঠকে মন্ত্রী ছাড়াও ছিলেন বিডিও দেবব্রত জানা, সেচ দফতরের সহকারী বাস্তুকার সত্যব্রত মুখার্জি, পঞ্চায়েত সভাপতি দিলীপ মল্লিক প্রমুখ। পর্যটকদের রাত্রিবাসের জন্য বিলের ধারে যাতে একটা হলিডে হোম গড়া যায়, সে বিষয়ে পূর্তমন্ত্রী মলয় ঘটকের সঙ্গে কথা বলে সম্মতি আদায় করেছেন স্বপন।
জলাশয় বাঁচাতে,দিদির গান
শনিবার,১৮/১২/২০২১
478

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: