বাংলাদেশে আজ থেকে পরীক্ষামূলক ভাবে কোভিড ১৯ বুস্টার ডোজ দেওয়া শুরু হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকার চিকিৎসক, নার্স, সরকারী আধিকারিক ও সাংবাদিকদের মতো প্রথম সারির কর্মী ও প্রবীণদের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি সংবাদ সংস্থা বিএসএস এ খবর জানিয়েছে। জাহিদ মালিক বলেন, বর্তমানে দেশের হাতে ৪ কোটি ৭০ লক্ষের বেশি ভ্যাকসিন ডোজ রয়েছে, আগামী মাসে আরো দু’কোটি ভ্যাকসিন ডোজ এসে যাবে। এপর্যন্ত বাংলাদেশে প্রায় সাত কোটি মানুষ প্রথম ডোজ এবং সাড়ে চার কোটি মানুষ দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিয়েছেন।
বাংলাদেশে আজ থেকে কোভিড ১৯ বুস্টার ডোজ
রবিবার,১৯/১২/২০২১
549