তাজিকিস্তানের বিদেশ মন্ত্রী সিরোজিদিন মুহরিদিন গতকাল সংসদ কক্ষে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় নেতাই দু’দেশের মধ্যে সভ্যতা ও সাংস্কৃতিক সম্পর্কের কথা স্মরণ করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার ওপর জোর দেন। তাজিক বিদেশ মন্ত্রীর এই সফর দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে শ্রী বিড়লা আশা প্রকাশ করেন।
