কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস এর জয়ী প্রার্থী তথা প্রাক্তন মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম আজকের পুরভোটের এখনও পর্যন্ত ফলাফলের প্রেক্ষিতে বলেন, মানুষ তৃণমূল কংগ্রেস’কে দু’হাত তুলে আশীর্বাদ করেছেন। মানুষের কাছে যে দায়বদ্ধতা তৃণমূল কংগ্রেস এর রয়েছে তা ধর্ম হিসেবে পালন করতে হবে বলে তিনি জানান। মানুষের প্রত্যাশা পূরণ করার জন্য দিনরাত খাটতে হবে। মানুষ তৃণমূল কংগ্রেস’কে বিশ্বাস করেছে বলেও তিনি মন্তব্য করেন।

Auto Amazon Links: No products found.