বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত কাউন্সিলরদের নিয়ে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পৌরসভার মেয়র হিসাবে ফিরহাদ হাকিম এর নাম ঘোষণা করলেন তিনি। ডেপুটি মেয়র হচ্ছেন অতীন ঘোষ। চেয়ারম্যান পদে থাকছেন মালা রায়। যারা মেয়র পারিষদ হচ্ছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য দেবাশীষ কুমার, বৈশ্বানর চট্টোপাধ্যায়, তারক সিং, সন্দীপরঞ্জন বক্সী, রাম পিয়ারী রাম, আমিরুদ্দির ববি প্রমুখ।
Auto Amazon Links: No products found.